নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলার রাউজান, পটিয়া ও বোয়ালখালী উপজেলায় ইউএনও রদবদল করা হয়েছে। যেখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন দেয়া হয়েছে নতুন তিন জনকে।
রোববার (৮ মে) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
রাউজান উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আবদুস সামাদ শিকদারকে পদায়ন করা হয়েছে।
পটিয়া উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন হয়েছেন নোয়াখালীর কবিরহাটের মোহাম্মদ আতিকুল মামুন।
অন্যদিকে, বোয়ালখালী উপজেলায় মোহাম্মদ মামুনকে নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।