চট্টলা ডেস্ক : করোনার সংক্রমণের হার বাড়ছেই; গত রবিবার যেখানে ৯৪ জনের দেহে শনাক্ত হয়েছে, সেখানে সোমবার (১৫ মার্চ) এসে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তের পরিমাণ ১৫৩-তে উঠেছে। তবে গতকাল একসাথে দুই জনের মৃত্যু দেখলেও আজকে কোনও মৃত্যুর ঘটনা দেখতে হয়নি চট্টগ্রামকে। মূলত টিকা কার্যক্রম চালু হওয়ার পর থেকে সবার মাঝে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা থেকেই দিনদিন করোনার সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৩৬ হাজার ৫৫৬ জন। চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৩৮১।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনার টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৮০ হাজার ২৬৭ জন। রবিাবার টিকা নিয়েছেন ৫ হাজার ৯১৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার ৭৯২ জন এবং উপজেলায় ২ হাজার ১২৭ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন,‘অসচেতনতার কারণে করোনা পরীক্ষায় সনাক্তের হার বাড়ছে। ভ্যাকসিন আসার পর থেকে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। তাছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। শুধু আইন দিয়ে নয়, সচেতনতা ও মাস্ক পরা ছাড়া কোনভাবেই করোনা প্রতিরোধ সম্ভব নয়।’