নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের কর্ণফুলী ও বাশঁখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। ।
আজ ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১টায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরদর্শন করেন তিনি।
এ সময় বাশঁখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জেলে পাড়া এলাকার বুড়া কালী মন্দির মণ্ডপ ও কর্ণফুলী উপজেলার জুরধা ইউনিয়নের শাহমিরপুর এলাকার সনাতন পাড়া পূজামণ্ডপকে ২৫ হাজার টাকা করে প্রদান করেন তিনি।
এ সময় সংশ্লিষ্ট থানার ইউএনও, এসি ল্যান্ড, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বুধবার (১৩ অক্টোবর) কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির উত্তরপাড় এলাকায় একটি পূজামণ্ডপে হনুমানের কোলে পবিত্র কুরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। এতে ৫ জনের বেশি আহত হয় বলে জানা যায়।
এ ঘটনায় সূত্র ধরে চট্টগ্রামের বাঁশখালী ও কর্ণফুলী উপজেলায় পূজা মণ্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জেলে পাড়া এলাকার বুড়া কালী মন্দির মণ্ডপে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এবং রাত পৌনে ৯ টার দিকে কর্ণফুলী উপজেলার জুরধা ইউনিয়নের শাহমিরপুর এলাকার সনাতন পাড়ায় হামলায় পূজামণ্ডপের তিনটি প্রতিমা ভাঙচুর হয়।