

সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের মো. জাকারিয়া রহমান জিকু।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক এ ঘোষণা দিয়ে তাঁর হাতে ‘বেস্ট সার্কেল’ অ্যাওয়ার্ড তুলে দেন।
স্বল্প সময়ে বেশ কিছু গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ইয়াবা উদ্ধার, চোরাই মোটরসাইকেল উদ্ধার, আদালতের ওয়ারেন্ট তামিল ও মামলা নিষ্পত্তিতে অবদান রাখায় তাঁকে চট্টগ্রামের সেরা অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত করা হয়।
২০২০ সালের ১৪ ডিসেম্বর তিনি সাতকানিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান করেন।এছাড়া চট্টগ্রামের সেরা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সাতকানিয়া থানার এএসআই নাজমুল হাসান।
মানবিক পুলিশিং এবং অপরাধ নির্মুলে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার পান। সাতকানিয়ায় যোগদানের পর তিনি বেশ কয়েকজন সাধারণ মানুষের ছদ্মবেশী ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে আলোচিত হন।