চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৯০ দিন পর স্ব-শরীরে ক্লাস শুরু

হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৫৯০ দিন পর স্ব-শরীরে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) চবির ক্যাম্পাস প্রঙ্গনে এ স্ব-শরীরে ক্লাস শুরু হয়।

এতদিন অনলাইনে ক্লাস চললেও এখন থেকে স্ব-শরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাসে অংশ নিতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছেলে-মেয়েরা ক্লাসে ফিরতে পেরে খুবই উচ্ছ্বসিত। তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অংশ নিয়েছে। করোনাকালীন শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, লস-রিকভারি প্লান অনুসরণ করে সে ক্ষতি পুষিয়ে নেওয়া হবে।

এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে।সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল ৮টা থেকে শাটল ট্রেন, বাসযোগে চবির বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা স্ব-শরীরে ক্লাস করতে ক্যাম্পাসে আসছেন। দীর্ঘদিন পর সরাসরি ক্লাসে অংশ নিতে পেরে তারা খুবই উচ্ছ্বসিত। শ্রেণিকক্ষে মাস্ক পরে শিক্ষার্থীরা প্রবেশ করছেন। রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। লাইব্রেরি, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের পদচারণা বেড়েছে।