চন্দনাইশে অবৈধ ইটভাটা অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন

হুমায়ুন কবীর হীরুঃ অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।গত রবিবার (৩১ জানুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান ইটভাটাগুলো ভেঙ্গে দেয়। সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত একটানা অভিযানে এলাকার চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়।

ইটভাটাগুলো হল, হাশিমপুর খান বটতল এলাকার খাজা ব্রিক ফিল্ড ও টু স্টার ব্রিক ফিল্ড এবং কাঞ্চনাবাদ এলাকার মেসার্স কাঞ্চননগর ব্রিকস ও মেসার্স চৌধুরী ব্রিকস। অভিযানের শুরুতে ইটভাটার শ্রমিকেরা বাধা দেয়, পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা কাঁচা ইট ও ইট তৈরির সরঞ্জাম ধ্বংস করে দেয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক মো. নুরুউল্লাহ নুরী, র‌্যাব –৭ এর সহকারী পরিচালক এসপি রকিবুল হাসান, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিদর্শক নুর হাসান সজীব প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর সাংবাদিকদের বলেন, পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চন্দনাইশে মোট ৩২ টি ইটভাটা রয়েছে। তৎমধ্যে ৫টিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাকি ২৭টিতে ছাড়পত্র নেই। দিনব্যাপী অভিযানে অবৈধ ৪টি ইটভাটা ধ্বংস করা হয়েছে।। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা ভেঙ্গে দেয়া হবে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. নুরুউল্লাহ নুরী জানান, সরকারের নির্দেশনা অনুসারে পরিবেশ রক্ষার জন্য অবৈধ ইটভাটা গুলো ধ্বংস করা হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসন কার্যালয়ের লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যাক্রমে অভিযান আরো ত্বরান্বিত করা হবে