চন্দনাইশে কলেজ ছাত্র খুন, আহত ২ : নৈপথ্য পূর্ব শত্রুতার জের

চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মারামারিতে জাহেদুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১৮ মে) রাতে উপজেলার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন এ বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরেই এ মারামারি ও হত্যাকাণ্ড ঘটেছে। সেখানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন কলেজ ছাত্র নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত জাহেদুল ইসলাম (১৭) চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে।

তিনি স্থানীয় কলেজে একাদশ শ্রেণি শিক্ষার্থী বলে জানা গেছে।

আহতরা হলেন, রায়হান হোসেন চৌধুরী সানী (২১), ইয়াসিন আরাফাত সাগর (১৬)। তারা দুজনই শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। আহতরা সবাই শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বাকিরা চমেকে ভর্তি রয়েছে।