চট্টলা ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
গতকাল রোববার সকালে নগরীর লালদীঘিস্থ চসিক পাবলিক লাইব্রেরি কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র মো.রেজাউল করিম চৌধুরী।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মো.শহিদুল আলম,আবুল হাসনাত বেলাল,হাসান মুরাদ বিপ্লব,পুলক খাস্তগীর, আবদুল মান্নান,এসরাল হক এসরুাল,জাফরুল হায়দার সবুজ,মহিলা কাউসিলর আফরোজা কালাম, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অতিঃ প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরির ইনচার্জ সাইফুদ্দীন আহমদ সাকী নব নির্বাচিত মেয়রকে ফুলদিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্য মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক চেতনার গৌরবজ্জল অধ্যায়। কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপনকালেও এখনো বাংলা বাঙালির ভাষা হতে পারেনি।
এখনো আমাদের দেশে ইংরেজি ভাষা প্রীতিকে সামাজিক মান মর্যাদা হিসেব দেখি। যে কারণে বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু হলো। এতে দেশে শিক্ষার্থীদের মনন জগতে পরিবর্তন হয়ে বৈষম্যের পাশাপাশি সাংস্কৃতিক চেতনা পর্যুদস্ত হচ্ছে। এটা কাম্য না। তাই বিষয়গুলো ভাবনায় নিয়ে দেশ গঠনে সরকারের পাশাপাশি আমাদের কাজ করতে হবে।