চট্টলা ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে রদবদল করা হয়েছে নগর পুলিশের(সিএমপি) ৬টি থানায়।
সোমবার (১৮ জানুয়ারি) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে বদলির এসব আদেশ জারি হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে বদলি করা হয়েছে কোতোয়ালী থানার ওসি হিসেবে। অন্যদিকে কোতোয়ালী থানার বর্তমান ওসি মোহাম্মদ মহসীনকে বদলি করা হয়েছে ডবলমুরিং থানার ওসি হিসেবে।
চকবাজার থানার বর্তমান ওসি মুহাম্মদ রুহুল আমীনকে বদলি করা হয়েছে পার্শ্ববর্তী বাকলিয়া থানায়। অন্যদিকে চান্দগাঁও থানার বর্তমান ওসি আতাউর রহমান খোন্দকারকে বদলি করা হয়েছে চকবাজার থানার ওসি হিসেবে।
এদিকে গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
ডবলমুরিং থানার বর্তমান ওসি সদীপ কুমার দাশকে কোনো দায়িত্ব না দিয়েই পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।