ট্রাকচালক লিটন হত্যার সুষ্ঠ তদন্ত ও ১০ দফা দাবিতে মানববন্ধন পরিবহন নেতাদের

নগর প্রতিবেদক :

ট্রাকচালক লিটন হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পরিবহন নেতাদের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. নুরুল আবছারের সভাপতিত্বে ও সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুর রহিমের সঞ্চালনায় মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. রুস্তম আলী খান।

কর্মসূচিতে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে ২৭ ও ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা কর্মবিরতিসহ পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি দেয় সংগঠনটির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের হৃদয়ে পুঞ্জিভূত ব্যাথা বিস্ফোরণ হওয়ার সময় অতি সন্নিকট। সংগঠনের যৌক্তিক দাবিগুলো আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালনসহ আন্দোলন অব্যাহত থাকবে।

সংগঠনের নেতাকর্মীরা দাবি করেন— ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে সহজ শর্তে লাইসেন্স প্রদান, পণ্য পরিবহনের সময় মালামাল চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণ, এসব অপকর্মের সঙ্গে জড়িত ড্রাইভার, মালিক বা ট্রান্সপোর্ট এজেন্সিসহ সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বর্ধিত আয়কর প্রত্যাহার করে করোনাকালে আগের মতো জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেওয়া, সড়ক-মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি, চাঁদাবাজি, মাসিক মাসোহারা বন্ধ করা।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মনির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব দীন মোহাম্মদ, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আবদুচ সবুর, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের উপদেষ্টা আলহাজ্ব আবদুল নবী লেদু, চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আজিজুল হক, সাধারণ সম্পাদক এম.এ মান্নান মান্না, খাগড়াছড়ি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জামাল কোম্পানী, উত্তর চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আহছান উল্লাহ চৌধুরী, কাপ্তাই ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী লোকমান, চট্টগ্রাম আন্তঃজেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছ, প্রাইমমুভার শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম খান, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন, কক্সবাজার ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব কে.এম মহিউদ্দিন ও বান্দরবান ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুসা প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী, সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আবদুল মান্নান, সদস্য সচিব মো. তাজুল ইসলাম, শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুসা, নোয়াখালী ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আবুল বাহার, প্রাইমমুভার ওনার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দীক, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা, কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুচ সালাম, ফেনী জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, বন্দর ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহেল, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মো. এমদাদুল হক, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, রাঙ্গামাটি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।