তিনটি কুখ্যাত ও দুর্ধর্ষ জলদস্যূ বাহিনীর প্রধানকে বাহিনীর জলদস্যুসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭

নিজস্ব প্রতিবেদক :

৪৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাঁশখালী, পেকুয়া ও কুতুবদিয়া এলাকা হতে তিনটি কুখ্যাত ও দুর্ধর্ষ জলদস্যূ বাহিনীর প্রধান সহ বাকিদের গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজিজ বাহিনীর প্রধান ডাকাত আজিজ, কালু বাহিনীর প্রধান গুরা কালু এবং সাহাব উদ্দিন বাহিনীর প্রধান ডাকাত সাহাব উদ্দিন।

এছাড়াও তাদের বাহিনীর ৮ জন জলদস্যু বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ লুন্ঠিত জাল ও ১ টি ট্রলার উদ্ধার করেছে এলিট বাহিনীটি।

শনিবার (১৪মে) বিকেলে চাঁদগাও কার্যালয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

র‍্যাব-৭, সংবাদ সম্মেলনে জানান, অভিযোগ ছিলো চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের জলদস্যু বাহিনী কিছু দিন গা ঢাকা দিয়ে থাকার পর সম্প্রতি তারা আবার পূর্বের ন্যায় সকল অপকর্ম এবং উপকূলীয় এলসাকায় বসবাসকারী সাধারণ লবনচাষী ও সাগরে জেলেদের উপর অত্যাচার, জুলুম, চাঁদাবাজি এবং অপহরণসহ সকল প্রকার অন্যায় কাজ পরিচালনা করছে৷ ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই ওই এলাকায় ব্যাপক গোয়েন্দা নজরদারি বাড়িয়ে এ জলদস্যু বাহিনী গুলোকে গ্রেপ্তার করা হয়। এসব জলদস্যুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে থেকে বলা হয়।