রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপুর পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) সকালে ১১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নদীতে ডুবে মৃত্যু বরণ করা সৌরভ মল্লিক (৩০) কয়লার ডিপু কলোনির বাসিন্দা দয়াল মল্লিকের ছেলে বলে জানা গেছে। মৃত্যুবরনকারী সৌরভ মল্লিক মৃগীরোগী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, সৌরভ মল্লিক নামের ওই যুবক বেলা ১১ টার দিকে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, ওই ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যসহ এলাকাবাসী। কিন্ত হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়।