নগর প্রতিবেদক :
নগরের এস এস হাউজ নামে একটি আবাসিক এলাকার চারতলার একটি বাসা থেকে মা ও দুই সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে সোয়া ৯ টার দিকে পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার ইসমাইল কলোনির এস এস হাউজ নামে একটি ভবনের চারতলার একটি বাসা থেকে ঝুলন্ত ও বিছানায় পড়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মা সুমিতা খাতুন এবং তার দুই সন্তান ছেলে শান এবং মেয়ে মুন। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকসা গ্রামে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে ভোর ৫ টায় খবর আসে ফ্ল্যাটের দরজা সারা রাত ভেতর থেকে বন্ধ। সোহেল রানা নামে এক লোক ঘরে ঢুকতে পারেননি রাতভর। তার সন্দেহ হওয়ায় পুলিশকে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘুরে ঢুকে মরদেহগুলো দেখতে পায়। এর মধ্যে সুমিতা ও শিশু শানের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পাশেই বিছানায় পড়ে থাকতে দেখা যায় শিশু জান্নাতের নিথর দেহ।
এদিকে সুুমিতার স্বামী সোহেল জানান, অফিসের কাজ শেষ করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে আমি আত্মীয়-প্রতিবেশীদের খবর দিই। সারা রাত ধরে সবাই চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। এরপর পুলিশে খবর দিয়ে থাকি।
সোহেল রানার বোনের স্বামী নজরুল ইসলাম খবর পেয়ে মধ্যরাত থেকেই সেখানে ছিলেন। তিনি জানান, কীভাবে এই ঘটনা ঘটল, কেনই বা ঘটল কিছুই বোঝা যাচ্ছে না।
এ ঘটনায় নিহত সুমিতার স্বামী সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।