ফটিকছড়িতে অগ্নিদগ্ধ ১ জনসহ আগুনে পুড়লো গ্যারেজে থাকা ৫টি গাড়ি

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ি উপজেলাতে একটি গাড়ির গ্যারেজে আগুন লেগে ৫টি গাড়ি পুড়ে গেছে। অগিকাণ্ডে গ্যারেজের মালিক মোহাম্মদ শহিদুল মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।

সোমবার(১১ অক্টোবর) মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানায়নি কেউ। আগুনে নগদ ৮ লাখ টাকা সহ ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানান এলাকাবাসী।

আহত মোহাম্মদ শহিদুল ফটিকছড়ি পৌরসভাস্থ ১নং ওয়ার্ড বাদামতলের বাসিন্দা।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মো. শহিদুল মিস্ত্রির ফুফাতো ভাই মোহাম্মদ জুবায়েদ।

তিনি বলেন, রাত ৩টার পর হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। তখনো ভাইয়া দোকানে ছিল। কিন্তু আগুন কিভাবে লাগে বুঝে উঠতে পারেনি। অগ্নিকাণ্ডে ১টি প্রাইভেট কার, ৩টি সিএনজি, ১টি মোটরসাইকেল, গাড়ি বেচা প্রায় ৮ লাখ টাকাসহ গাড়ির ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

পাইন্দং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সরোয়ার আলম জানান, ‘খবর পেয়ে মধ্যরাতে আমি সেখানে ছুটে যাই।

তিনি বলেন, গ্যারেজের মালিক শহিদুল আগুন লাগার সময় গ্যারেজেই ছিল। হঠাৎ আগুনের সূত্রপাত দেখে সে প্রাইভেট কারটি বের করার চেষ্টা করে, তখনই তার শরীরের অনেকাংশ পুড়ে যায়। বর্তমানে শহিদুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন।