সীতাকুন্ড প্রতিনিধি :
ফৌজদারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে হুমায়ুন কবির (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তবে কিভাবে তিনি ট্রেনে কাটা পড়লেন তা জানা সম্ভব হয়নি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফৌজদারহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে হুমায়ুন কবির (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে ভোরবেলা এ দুর্ঘটনার সময় ওই এলাকার মানুষ ও রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয় নি বিষয়টি। এর ফলে এখনো কীভাবে এ দুর্ঘটনাটি ঘটেছে তা সঠিকভাবে জানা যায় নি।