বাশঁবাড়িয়া রেললাইনের ওপর অজ্ঞাত লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি :

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় রেল লাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে রেলওয়ে পুলিশ। তবে ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির পরিদর্শক এসআই তোফাজ্জল বলেন, ‘বাঁশবাড়িয়া এলাকায় রেল লাইনের পাশে সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়ে থাকতে পারে।’