বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে ডোবার পানিতে পড়ে ডুবে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ৩ রা সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নামে দুই বছরের শিশুটি ওই এলাকার মো. সোলায়মানের ছেলে বলে জানা গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাড়ি থেকে খেলতে বেরিয়ে দুই বছর বয়সী ওই শিশু পাশের ডোবাতে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাও হয়, পরে শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।