রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে পাইপ ফিটারের কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব দে (২২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাটে পাইপ ফিটারের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লব উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুহ রক্ষিত পাড়ার দিলীপ দে’র ছেলে।
স্থানীয়রা জানান, পাইপ ফিটারের কাজ করার সময় দেয়াল থেকে নিচে পড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয় বিপ্লব। তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া কসমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল জানান, বিদুৎস্পৃষ্টে আহত হওয়ার পর চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।