রাউজানে বিদ্যুতায়িত হয়ে চুয়েটের ৪র্থ শ্রেণীর কর্মচারীর মৃত্যু

রাউজান প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন নারায়ন কর (৫০) নামের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের এক ৪র্থ শ্রেণীর কর্মচারী।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়েটের মূল ফটক সংলগ্ন চুয়েট পুলিশ ক্যাম্পের দেওয়ালের পাশ থেকে সবজি তুলতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত নারায়ন কর চুয়েট এর ৪র্থ শ্রেণির কর্মচারী।

তিনি রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকার তালুকদার পাড়ার প্রয়াত যতিন্দ্র করের ছেলে।

তিনি চুয়েটের শেখ রাসেল হলের গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে চুয়েটের দেয়ালের সাথে লাগানো একটি পল্লী বিদ্যুতের খুঁটি-সংলগ্ন নিজের সবজিক্ষেত থেকে সবজি তুলছিলেন নারায়ন।

এ সময় খুঁটির তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।