সাতকানিয়া প্রতিনিধি:
লোহাগাড়ার বড়হাতিয়া কুসাঙ্গের পাড়া এলাকায় মহাবোধী মন্দিরের পার্শ্বে পুকুর থেকে জনি দাশ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা খুন। নিহত জনি দাশ বড়হাতিয়া ধুপি পাড়ার সুনীল চন্দ্র দাশের ছেলে।
নিহতের বাবা সুনীল চন্দ্র দাশ জানান, গত শনিবারে রাতে আমার ছেলেকে এক বন্ধু তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। বন্ধুর সাথে বেড়াতে গিয়েছিল মনে করে কোথাও খোঁজা হয় নি। শিমুল নামের এক দোকানদার মন্দিরের পুকুরে লাশ দেখে খবর দিলে জানতে পারি। এর বন্ধুরাই জনিকে খুন করেছে বলেও দাবি করেন তিনি।
এদিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু জানান, স্থানীয়রা খবর দিলে মন্দিরের পার্শ্বের পুকুর থেকে নিহত জনির লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মনে হচ্ছে পরিকল্পিত হত্যা। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।