লোহাগাড়ায় ৩৫ জন যাত্রী নিয়ে বাস খাদে পড়ে গেছে

লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি বাস ৩৫ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাইল্যা কক্সবাজার সীমান্তবর্তী এলাকা (আজিজ নগর সিটি গেইট) মাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি এসি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৩৮৮) ৩৫ জন যাত্রী নিয়ে আজিজ নগর সিটি গেইট মাজারের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ্ববর্তী খাদে উল্টে যায়।

এ ঘটনায় হেলপার গুরুতর আহত হন। অন্য যাত্রীরা ঘটনাস্থল ত্যাগ করায় জানা যায়নি তাদের সম্পর্কে। তবে ধারণা করা হচ্ছে তাদের অনেকে আহত হয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) খায়ের সিটিজি নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে গাড়ির মুল দরজায় আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। এছাড়া বাকি যাত্রীরা ঘটনাস্থলে ত্যাগ করায় তাদের সম্পর্কে জানা যায়নি।

তিনি আরও বলেন, বর্তমানে গাড়ি হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।