সড়ক দুর্ঘটনায় আহত চমেকের ডা. ওয়াহিদ মৃত্যুর কাছে হার মানলেন

নিজস্ব প্রতিবেদক :

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) মো. ওয়াহিদুর রহমান (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী।

এর আগে গত ১৯ আগস্ট আগ্রাবাদে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন ডাক্তার ওয়াহিদুর রহমান। প্রথমে চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার আজগর আলী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ তরুণ চিকিৎসক।

ডা. মো. ওয়াহিদুর রহমানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে। তাঁর স্ত্রীও সেতু সেনজুতি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক। ওয়াহিদুর রহমান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ থেকে পাস করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।