সীতাকুণ্ডে উপকূলে ভেসে এলো ৩ টি ইরাবতী ডলফিন

সীতাকুণ্ড প্রতিনিধি :

সীতাকুণ্ডের মান্দারীটোলা সাগর উপকূলে আবারও ৩ টি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলেরা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে ডলফিনগুলো দেখতে পেয়ে বন বিভাগে খবর পাঠায় স্থানীয়রা।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, তারা বিষয়টি জেনেছেন সন্ধ্যায়। অন্ধকার নেমে আসায় মৃত ডলফিনগুলো উদ্ধার করতে পারেননি। কাল (বৃহস্পতিবার) সকালে সেখানে লোক পাঠিয়ে ডলফিনগুলোকে মাটিচাপা দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২০ আগস্ট উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর উপকূলের সংরক্ষিত বন থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। পরে সেটিকে সেখানে মাটিচাপা দেওয়া হয়।

এ নিয়ে এক মাসের ব্যবধানে সীতাকুণ্ডে চারটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এল।