সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মাহবুব নামের মাদ্রাসার ছাত্রের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি :

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. মাহবুব (২৭) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সে খাসকান্দি ইসলামী দাখিল মাদ্রাসার ছাত্র। একই সময় আরেকটি ট্রেনের ছাদ থেকে পড়ে আরও দুই ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় সীতাকুণ্ড স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তিনি সিরাজদি খান থানার খাসকান্দি মধ্যের চর গ্রামের মো দুলালের ছেলে।

জানা গেছে, ১০ বন্ধু মিলে সীতাকুণ্ড এলাকায় বেড়াতে এসেছিল ওই মাদ্রাসার ছাত্র মাহবুব সহ অন্যান্যরা।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মাহবুবসহ ১০ বন্ধু সীতাকুণ্ডে বেড়াতে আসেন। ঢাকা মেইল টু ডাউন নামের ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সীতাকুণ্ড স্টেশন মাস্টার মাহমুদুর ইসলাম ভুইয়া (সোহাগ) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সীতাকুণ্ডে ১০ বন্ধু মিলে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্র মাহবুব মারা যান। রেলওয়ে পুলিশ সুরতহাল শেষে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

’তিনি আরও জানান, একই সময় পৃথক আরেকটি ঘটনায় ট্রেনের ছাদ থেকে পড়ে দুই ছাত্র আহত হয়েছে। আহতদেরকেও উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।