সীতাকুণ্ডে মুয়াজ্জিন নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের এক মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত মুয়াজ্জিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেছেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মুয়াজ্জিন তৌহিদুল আলম হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেছে।

অভিযুক্ত মুয়াজ্জিন হৃদয় সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আলমগীরের ছেলে। তিনি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আর আর জুট মিল জামে মসজিদের মুয়াজ্জিন।

জানা গেছে, সীতাকুণ্ডের আর আর জুট মিলস জামে মসজিদের মুয়াজ্জিন তৌহিদুল আলম হৃদয় একই কলোনিতে এক শিশুকে আরবি শিক্ষা দিতেন। সেই সূত্রে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ওই ছাত্রের কিশোরী বোনকে (১৫) ডেকে তার কক্ষে নিয়ে যান। সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন তিনি। পরে ওই কিশোরীকে একথা কাউকে না বলার ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

এদিকে বাড়ি ফেরার পর ওই স্কুলছাত্রী ঘটনাটি তার মাকে জানায়। বিষয়টি স্থানীয় পর্যায়ে জানানোর পর কোনো সমাধান না পেয়ে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করেছে।