

সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় পা পিছলে নিচে পড়ে লিটন পাল (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে এস এম করপোরেশন শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক লিটন পাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার নিপেন্দ পালের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সীতাকুন্ডের একটি শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় পা পিছলে জাহাজ থেকে পড়ে মাথায় আঘাত পান লিটন পাল নামের ওই শ্রমিক। পরে তার সহকর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।