হাটহাজারী প্রতিনিধি :
হাটহাজারীতে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হারুন উর রশীদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে চারিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ সুলতান (৩০) ও আলী আজম (২৫) নামে আরও দুজন। সুলতানের বাড়ি চট্টগ্রামের রাউজান। আর আলী আজম চারিয়া ইউনিয়নের বাসিন্দা।
নিহত হারুন উর রশীদ স্থানীয় চারিয়া জামে মসজিদের ইমাম। তার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদি এলাকায়।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোক্তার হোসেন জানান, দুপুরে চারিয়া বাজারে একটি সিএনজির সঙ্গে পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।