চট্টলা ডেস্কঃ পৃথীবির সবকিছু অনিশ্চিত হলেও মৃত্যুই একমাত্র সুনিশ্চিত।প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হয়। তবুও আমাদের কষ্ট হয় যখন সময়ের আগে কাউকে জগতের শেষ বিদায় দিতে হয়।
মাত্র ২৬ বছর বয়সেই পৃথিবীর মায়া ছেড়ে অনন্ত মহাকালের পথে যাত্রা করলো উদীয়মান ফটোগ্রাফার তাওসিফ রেজা রাফি।
সড়ক দূর্ঘটনায় আহত হয়ে টানা ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ রবিবার ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন Glamour Pixel এর কর্ণধার ফটোগ্রাফার তাওসিফ রেজা রাফি।( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজিয়ুন)।
নিহত রাফি হালিশহর বি-ব্লক ১৮নং লাইনের বাসিন্দা সেলিম রেজার বড় ছেলে ছিলেন।
উল্লেখ্য, গত ০২ জানুয়ারি রাত ৮ টায় নগরীর লিংক রোডে ইপিজেড এলাকায় মাইক্রোবাসের সাথে চলন্ত বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই ফটোগ্রাফার।
তাওসিফ রেজা রাফি, মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি কর্ণফুলী রেজিমেন্ট জুনিয়র ডিভিশনের প্রাক্তন CEO। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আলোকচিত্র ও মিডিয়া অঙ্গনে। আমরা তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।