সন্দ্বীপ প্রতিনিধি:
নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামে পালিয়ে আসতে গিয়ে বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ২৭ রোহিঙ্গার মধ্যে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দিনভর গুপ্তাছরা, সন্দ্বীপসহ বিভিন্ন জায়গায় অভিযানে লাশগুলো উদ্ধার করা হয়।
নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। তবে বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলমান আছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
চট্টগ্রাম কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, নোয়াখালীর ভাসানচর এলাকা থেকে চট্টগ্রামে পালিয়ে আসতে গিয়ে বঙ্গোপসাগরে নৌকাডুবি ঘটনায় নিখোঁজ ২৭ রোহিঙ্গাদের মধ্যে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তবে গত তিনদিন ধরে ‘অপারেজয় বাংলা ও পোর্টে গ্রান্ড’ নামের দু’টি জাহাজ উদ্ধার কার্যক্রম চালিয়েছে। সাথে নৌপুলিশও ছিল। বাকিদের উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।
উল্লেখ্য, নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামে পালিয়ে আসতে গিয়ে গত শুক্রবার মধ্যরাতে প্রায় ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় নৌকা ডুবে ২৭ জন রোহিঙ্গা নিখোঁজ হয়। যদিও বিষয়টি জানাজানি হয় গতকাল শনিবার। আজ নিখোঁজ ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।