পটিয়া প্রতিবেদক :
পটিয়ার ৫ টি ইউনিয়নে প্রত্যাশী সিমস প্রকল্পের মাধ্যমে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২৩ আগষ্ট থেকে শুরু হয়ে ২৫ আগষ্ট পর্যন্ত করোনা অতিমারিকালীন সময়ে চলতি মাসের তিন ধাপে পটিয়া উপজেলার ৫ টি ইউনিয়ন হাইদগাঁও, ভাটিখাইন, আশিয়া, কাশিয়াইশ ও জিরিতে মোট ১২৫ জনকে এ সমস্ত খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
২০২০ সালে ফ্রেরুয়ারী মাসের পরে প্রবাস ফেরত (আর্থিকভবে অসচ্ছল)এবং রেখে যাওয়া প্রবাসী পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে৷ উপজেলার প্রত্যাশী সদর শাখা অফিস ও কুসুমপুরা শাখা অফিস প্রাঙ্গনে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা সাম্প্রতিক করোনায় প্রবাসী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা ও সরকারি বেসরকারি সুবিধা সম্পর্কে আলোচনা করেন এবং সিমস প্রকল্পের এর কার্যক্রম নিয়ে এলাকার মানুষকে অবহিত করেন৷ এছাড়াও কোভিড-১৯ সংক্রমন হ্রাসে কিভাবে মাস্কের সঠিক ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷
উল্লেখ্য, প্রবাস ইচ্ছুক, প্রবাস ফেরত ও রেখে যাওয়া প্রবাসী পরিবারের অভিবাসন সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা তৈরিতে চট্টগ্রাম এর ৪০ ইউনিয়নে কাজ করে যাচ্ছে প্রকল্পটি৷
প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন সিমস প্রকল্পের আওতায় এ সকল খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহযোগিতা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ ও আর্থিক সহায়তা করেছেন সুইজারল্যান্ড সরকার।
খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনি, প্রত্যাশী মাইক্রোফিন্যান্সের এরিয়া ম্যানেজার মোঃ হোসাইন, হাইদগাও ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান মোঃ ইউনুস মিয়া, আশিয়া ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান এম এ হাসেম, জিরি ইউনিয়নের সম্মানিত সচিব মোঃ নাজিম উদ্দীন এবং উপজেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস উপস্থিত ছিলেন৷