নগর প্রতিবেদক:
পাহাড়িকা, গোধূলি ও মহানগর ট্রেনে ৪৯ হাজার ৫৯০ টাকা জরিমানা গুণতে হলো বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করে ২১৭ জন যাত্রীদেরকে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া তিনটি ট্রেনে অভিযান চালিয়ে এসব যাত্রীদের কাছ থেকে এ জরিমানা করা হয়।
রেলওয়ের বাণিজ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে আরএনবির সদস্যরা।
রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক তারেক শামস তুষার জানান, মঙ্গলবার সকালে অভিযান শুরু হয় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসে। পরে লাকসামে ‘ব্লক চেকিং’ কার্যক্রম শুরু করে রেলওয়ে কর্মকর্তারা। এরপর একে একে জরিমানা করা হয় গোধূলী এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেসে চড়ে বসা টিকিট বিহীন যাত্রীদের।
তিনি আরও জানান, এ সময় ওই যাত্রীদের বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করার কারণে জরিমানা করা হয়। তিনটি ট্রেনে মোট ২১৭ জন যাত্রীদের কাছ থেকে ৪৯ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করা হয়।