রাউজান উপজেলা :
পৌর মেয়রের জন্য গাড়ি ক্রয় করার প্রস্তুতি নিয়েছে রাউজান পৌরসভা। ইতোমধ্যেই গাড়ি কেনার অনুমতি চেয়ে পৌরসভা কার্যালয় থেকে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে।
ওই প্রস্তাবের জবাবে মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, রাউজান পৌরসভায় নতুন একটি জীপ গাড়ি কেনার জন্য সংশ্লিষ্ট পৌর পরিষদের মাসিক মাসিক সভার সিদ্ধান্ত।
২০২১-২০২২ অর্থ বছরে রাউজান পৌরসভার রাজস্ব বাজেটে নতুন জীপগাড়ী ক্রয়ের জন্য কোন অর্থ বরাদ্দ রাখা হয়েছে কিনা , সাংগঠনিক কাঠামোতে রাউজান পৌরসভায় কয়টি জীপগাড়ীর সংস্থান রয়েছে ।
বর্তমানে কয়টি জীপগাড়ী আছে , পৌরসভা র কর্মকর্মর্তা ও কর্মচার্মচারী দের বেতন-ভাতাদি সহ বিদ্যুৎ বিল হালনাগাদ পরিশোধিত আছে কিনা এবং বিগত ০৩ (তিন) বছরের রাজস্ব আয়-ব্যয়ের তথ্যাদি প্রস্তাবের সাথে পাওয়া যায়নি ।