ফটিকছড়ি সভা সমাবেশের ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে

ফটিকছড়ি প্রতিবেদক :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দুইপক্ষের একই সময়ে একই স্থানে সভা করার ঘোষণার প্রেক্ষিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ আগস্ট) রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ আদেশ প্রত্যাহার করা হয়।

ইউএনও মো. মহিনুল হাসান জানান, ১৪৪ ধারা চলাকালীন সময়ে উক্ত স্থানের পরিস্থিতি শান্ত ছিল।

কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।শান্ত পরিবেশ বজায় থাকায় জারিকৃত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ ও ফটিকছড়ি সরকারি বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রলীগ যৌথভাবে কলেজ ক্যাম্পাসে ২৭ আগস্ট বিকালে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয়।

একইস্থানে ফটিকছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা মুক্তার নেতৃত্বে উপজেলা মহিলা আওয়ামী লীগের একাংশ একইস্থানে শোক দিবসের আলাদা কর্মসূচি ঘোষণা করলে ১৪৪ ধারা জারি করা হয়।