ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে মাথায় পড়ে রিনা আকতার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। নিহতের নাম রিনা আক্তার।
রিনা উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কাঞ্চননগর ঝরজড়ি এলাকার মুহাম্মদ শাহ আলমের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী বলে জানা গেছে।
জানা গেছে, ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রিনা আকতার। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল বলেন, সকাল ১০টার দিকে রিনা আক্তার নামে এক মহিলাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।