বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের থানচিতে এক কোটি টাকার আফিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় থানচি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- উপজেলার মাইকুয়াপাড়ার রুম ক ম্রো’র ছেলে রুম তুই ম্রো (৩০), বাই দুপ ম্রো’র ছেলে সেন রাই ম্রো (২৫) ও রাইথং ম্রো’র ছেলে রিংওয়ই ম্রো (২২)।
র্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় থানচি বাজারে আফিম বিক্রির খবর পেয়ে অভিযানে যায় র্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এক কেজি আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার ও বান্দরবান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সেগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারদের থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।