নাজিরহাট প্রতিবেদক :
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের ঝংকার সিনেমা এলাকায় বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা প্রসূতি নারীসহ আহত আরো ২ জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. মোক্তার হোসেন।
তিনি বলেন, বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা প্রসূতি নারীসহ আরও দুই জন গুরুতর আহত হন । আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত অন্তঃসত্ত্বা মহিলার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। স্থানীয়রা ধাওয়া করে সরকারহাট এলাকায় আটক করতে সক্ষম হয়েছে বাসটিকে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসী জানায়, ফটিকছড়ি থেকে অ্যাম্বুলেন্স করে এক অন্তঃসত্ত্বা নারীকে নগরের হাসপাতালে নেওয়া হচ্ছিল। নাজিরহাট ঝংকার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাইজভাণ্ডারগামী একটি বেপরোয়া বাস অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা মারে। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়।