বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশী মদ নিয়ে পাচারকারী আটক টেকনাফে

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজার টেকনাফ শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৪ ক্যান বিয়ার ও ৩৩ বোতল বিদেশী মদ সহ ০১ মাদক পাচারকারী আটক হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) রাত ০৩৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এসব মাদক আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, টেকনাফ থানাধীন সাবরাং সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে ওই মাদক সহ ১ মাদক পাচারকারী আটক হয়েছে।

আরো জানানো হয়, অভিযান চলাকালীন ৯ নং বাজারপাড়া নাফ নদী সংলগ্ন রাস্তা দিয়ে কিছু ব্যক্তিকে কাঁধে করে বস্তা নিয়ে আসতে দেখা যায় । ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এতে তারা বস্তাগুলো ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মুজিবুর রহমান (২৫) নামের একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী চালিয়ে ৫৬৪ ক্যান বিয়ার ও ৩৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

আটককৃত ব্যাক্তি খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি থানাধীন ময়ুরখিল গুচ্ছগ্রাম এর বাসিন্দা। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বিয়ার ক্যান, বিদেশী মদ ও আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।