চট্টলা ডেস্ক : করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্থ সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদের সহযোগিতা করার লক্ষ্যে তাদের উৎপাদিত ও উদ্ভাবিত রকমারী পণ্য নিয়ে ৫দিন ব্যাপী মেলার আয়োজন করেছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আগামীকাল ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর হোটেল আগ্রাবাদে এ মেলা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেবেকা নাসরিন। তিনি বলেন, করোনা মহামারীর কারণে বাংলাদেশের নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাই তাদের উৎপাদিত ও উদ্ভাবিত আধুনিক ও আন্তর্জাতিক মানের রকমারী পণ্য নিয়ে ছোট পরিসরে সকল স্বাস্থ্যবিধি মেনে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার ৫ দিনে ৫টি অনুষ্ঠানের আয়োজনও করা হবে বলে জানান তিনি।
প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন উইম্যান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা সমিতির (বাওয়া) সভাপতি কামরুন মালেক। বিশেষ অতিথি থাকবেন প্রজন্ম বাংলাদেশের টিম লিডার আলী সাবেত, পুনাক সিএমপির সহ-সভানেত্রী শিউলি ভৌমিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা মহামারিতে বাংলাদেশের সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বেশিরভাগ ছোট ছোট মেলা, উৎসব, পূজা, পার্বণ, প্রদর্শনী নির্ভর। মহামারির কারণে এসব আয়োজন হয়নি। তাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের উজ্জীবিত করতে ছোট পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সিএমএসএমই প্রডাক্টস ফেয়ারের আয়োজন করা হচ্ছে। মেলায় ছোট-বড় ৩০-৩৫ টি স্টল থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনেই মেলার সব কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, কাজী তুহিনা আক্তার, হোমায়রা মোস্তফা সোহানী, সিতারা রহমান সহ আরো অনেকে।