বোয়ালখালী প্রতিবেদক:
বোয়ালখালী উপজেলার রায়খালী আরাকান সড়কে লোকাল সিএনজির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সকাল পৌনে ৯টার দিকে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল এবং হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ১০টা নাগাদ মোট ৫জন মারা গেছেন। পুলিশ পরবর্তী আইনী পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।
জানা গেছে, নেত্রকোণা থেকে চট্টগ্রামের মাজার জেয়ারতে আসা বাসের ধাক্কায় ঝরলো ওই ৫টি তাজা প্রাণ। নিহতরা সবাই চট্টগ্রামের স্থানীয় হলেও তাৎক্ষনিকভাবে আহত ও নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
স্থানীয়রা জানান, বাসটি রং সাইডে চালিয়ে আসছিল ছিল। কয়েকদিন আগে বাসের যাত্রীরা নেত্রকোণা থেকে আকুবদণ্ডির হাওলা দরবারে এসেছিল। বৃহস্পতিবার সকালে তারা নেত্রকোণা ফিরে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে নারীও আছে। দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিক্সাটি কেটে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের বের করে আনে বলেও উল্লেখ করেন স্থানীয়রা।