

বোয়ালখালী প্রতিবেদক :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাতে চুলার আগুন থেকে পুড়ে গিয়ে ৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংসুইনু মারমা। তিনি জানান, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ওয়াসিম, মনির, নুরুল ইসলাম ও আবছারের ৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আগুন ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে যোগ করেন তিনি।