চট্টগ্রাম প্রতিনিধি:
মায়ের পরকীয়া প্রেমিককে খুনের দায়ে অভিযুক্ত ছেলেকে ঘটনার ১০ মাস পর গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পিবিআই পুলিশ।
শনিবার (৮ আগস্ট) মধ্যরাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের একটি বাসা থেকে আশরাফুল হক সাব্বির (২৩) ও তার মা শিউলী বেগমকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের একটি দল।
আটককৃত সাব্বির ২০২০ সালের ১৬ অক্টোবর তার মায়ের পরকীয়া প্রেমিক নবী হোসেনকে (২৮) গাড়ির ভেতর শ্বাসরোধ করে খুন করেন বলে সিবিআইয়ের দাবি।
মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন জানান, বিশ্বস্ত গুপ্তচর ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করেই তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৮ আগস্ট) রাতে আশুগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে মা ও ছেলেকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। খুনের ঘটনার পর থেকেই দুজনেই পলাতক ছিলেন।
নিহত নবী হোসেনের বাড়ি ভৈরব উপজেলার আগানগর গ্রামে এবং তার বাবার নাম মো. ইসমাইল।