![](https://chattalatv.com/wp-content/uploads/2021/10/PicsArt_10-18-09.51.15.jpg)
![](https://chattalatv.com/wp-content/uploads/2021/10/PicsArt_10-18-09.51.15.jpg)
মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে গাছের ৪০ফুট উপরের ডালে ঝুলন্ত অবস্থায় আরিফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী গ্রামের সফি উল্লাহ মোল্লা বাড়ির সামনে সেগুন গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম ওই এলাকার সফি উল্লাহ মোল্লা বাড়ির আবুল কাশেমের ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আরিফ প্রায় ৪০ ফুট উপরে গাছের ডালে ঝুলে আছে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করতে পারে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে এলাকার লোকজন বাগানের পাশদিয়ে হেঁটে যাওয়ার সময় দেখেন আরিফ গাছের ডালে ঝুলে আছে। থানায় ফোন দিয়ে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।