মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিম উদ্দিন (৩০) নামে এক বয়লার অপারেটরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নাজিম উদ্দিন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামাল মিস্ত্রি বাড়ির মনির আহাম্মেদের পুত্র।
তিনি ঢাকা সাভারের আশুলিয়ায় হা-মীম গ্রুপের বয়লার অপারেটরের দায়িত্বে ছিল বলে জানা গেছে।
নিহতের শ্যালক মিনহাজুল ইসলাম তুহিন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে নতুন ঘরের ওয়ারিংয়ের কাজ করছিলো লোকজন। এ সময় তাদের সহযোগিতা করতে গিয়ে বিদ্যুতের লাইনে লিক থাকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।