মেহেদীবাগে বিভিন্ন ভবনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো সিডিএ

চট্টলা ডেস্ক : নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে চট্টেশ্বরী মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। রবিবার সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে ম্যাক্স হাসপাতালের একটি অবৈধ সীমানা দেয়াল, ন্যাশনাল হাসপাতালের সামনে থাকা অবৈধ দোকানপাট, নালার উপর গড়ে তোলা ফার্মেসি, বিউটি পার্লার ও আবাসিক ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হয়। তবে উচ্ছেদ অভিযানের আগে এসব স্থাপনার মালিকদের আগে কোন নোটিশ দেয়া হয়নি বলে জানিয়েছেন তারা। এমনকি উচ্ছেদের আগে জিনিসপত্র সরানোর সময়ও তাদের দেয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন।     

এ বিষয়ে জানতে চাইলে সিডিএ’র অথরাইজড অফিসার- ২ মোহাম্মদ হাসান
বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে আগে থেকে কোন নোটিশ দেয়া হয় না। যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেখানেই উচ্ছেদ করবে সিডিএ। ভবিষ্যতেও এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, সিডিএ’র নোটিশ পেয়ে এক বছর আগেই নিজেদের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ সিডিএ’র এ উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছে। উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ বলেন, সিডিএ’র এ উচ্ছেদ অভিযানকে আমরা সাধুবাদ জানাই। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে এ সড়কে যানজট কমবে।