রাউজান প্রতিবেদক :
চট্টগ্রামের রাউজানে ১০০ হাফেজদের পবিত্র কোরআন শরীফ বিতরণের মাধ্যমে ব্যতিক্রমধর্মী এক জন্মদিন পালন করা হয়েছে।
উপজেলার পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে পাহাড়তলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র তরুণ সমাজ সংস্কারক ফারাজ করিম চৌধুরীর ব্যতিক্রমধর্মী জন্মদিন উপলক্ষে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।
আয়োজনে একশজন কোরআনে হাফেজকে একটি করে কোরআন শরীফ ও নগদ টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনসহ আরও অনেকে।