রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য জেলাতে জয় দে নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২৩ আগষ্ট দুপুরে জেলা শহরের আরশীনগর পুলিশ ক্যাম্প থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
জয় দের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় বলে জানা গেছে। প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রাঙামাটির অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকাল ৭ টায় রোল কল করার সময় জয় দে অনুপস্থিত থাকায় তাকে খোঁজাখুজির পর ক্যাম্প থেকে এক থেকে দেড়শত ফুট দূরে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
তিনি আরও জানান, ক্যাম্পের অন্যান্য সদস্যের কাছ থেকে জানতে পেরেছি রাত ১২টার পর ফোনে কথা বলতে শুনেছে।
প্রাথমিকভাবে একটি প্রেম ঘটিত বলে মনে হচ্ছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য যে, গত ১৫ জুলাই রাঙামাটিতে নিজের অস্ত্রের গুলিতে কাইয়ুম সরকার (৩৪) নামে এক পুলিশ কনস্টেবলের আত্মহত্যা করার ঘটনা ঘটে।