রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক অপূর্ব সাহার মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার(১২ মে) ভোর সাড়ে ৬টার দিকে নদীর সীতারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস টিম।
বৃহস্পতিবার দিন সকাল পৌনে ছয়টার দিকে শিলছড়ি এলাকার বাসিন্দা বাবু এবং বাচ্চু কৃষিকাজে বাগানে যাওয়ার সময় মরদেহটি সীতারঘাটের পাশে ভাসতে দেখে স্থানীয় প্রশাসনকে জানালে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহটি উদ্ধার করে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে চট্টগ্রাম শহর থেকে ঘুরতে আসা ৬ বন্ধু কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় শখের বসে গোসল করতে নামলে ঘাটে থাকা মাঝির বাঁশেই রক্ষা পায় ৪ বন্ধু। স্রোতের টানে তলিয়ে যায় ২ জন । তাদের মধ্যে লোকেশ বৈদ্যের মরদেহ ঐদিন ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী উদ্ধার করে।