রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় লালানগরের একটি বাঁশঝাড়ে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ৮ থেকে ১০ দিনের পুরোনো বলে ধারণা পুলিশের। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত হয়নি।
রোববার (৮ মে) রাতে ধামাইরহাট-রাজারহাট সংযোগ সড়কের ঘাগড়াখাল ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি পুরুষ ব্যক্তির বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এটি আনুমানিক ৮ থেকে ১০ দিনের পুরোনো লাশ হবে। তাই এটি সম্পূর্ণ পঁচে গেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেল ৫টার দিকে এক ঝাঁক কাক উড়তে দেখে স্থানীয় লোকজনের চোখে পড়ে মরদেহটি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের পরনে লুঙ্গি এবং ছাই রঙের শার্ট রয়েছে। ডান পায়ের সব আঙুল গোড়া থেকে কাটা ছিল এবং মরদেহের মাথা আগুনে ঝলসানো ছিল।