চট্টগ্রাম প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ।
আজ ৫ আগস্ট ২০২১ ইংরেজি বৃহস্পতিবার সকাল ৯ টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ।