চট্টলা ডেস্ক : চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশে (সিএমপি) নতুন অতিরিক্ত কমিশনার হিসেবে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুই অতিরিক্ত কমিশনার হলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) পুলিশ সুপার মো. শামসুল আলম ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপার সানা শামীমুর রহমান।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রজ্ঞাপনে তাদের চট্টগ্রামে বদলির আদেশ দেয়া হয়।
একই আদেশে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।